Wednesday, March 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

দ্বিতীয় ডোজ টিকা নিলেন খালেদা জিয়া

গত ১৯ জুলাই মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন বেগম খালেদা জিয়া

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ০৫:১৫ পিএম

করোনাভাইরাস থেকে সুরক্ষায় দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (১৮ আগস্ট) বিকাল ৪টা ১০ মিনিটে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে তিনি টিকা নেন। 

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সাড়ে ৩টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে টিকা নেওয়া উদ্দেশ্যে বের হন বেগম জিয়া।

গত ১৯ জুলাই একই হাসপাতালে মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন বেগম খালেদা জিয়া।

জানা গেছে, গাড়িতে বসেই টিকা নেন খালেদা জিয়া। এ সময় তার সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বেশ কয়েকজন নেতাকর্মী হাসপাতালে উপস্থিত ছিলেন ।

 

   

About

Popular Links

x