Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাসে সিলেটের বিএনপি নেতা মাওলানা রশিদের মৃত্যু

গত এক সপ্তাহ ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ০৩:০৮ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপি নেতা মাওলানা রশিদ আহমদ মারা গেছেন। সোমবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।  মাওলানা রশিদ আহমদ সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি।

জানা যায়, গত এক সপ্তাহ ধরে অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদ হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিলো।

সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি জুনেদ আহমদ চৌধুরী জানান, তার জানাজার নামাজের সময় এখনও নির্ধারিত হয়নি।

মাওলানা রশিদ আহমদের বাড়ি গোলাপগঞ্জ উপজেলায়। তিনি গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুবার প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। এছাড়া, তিনি গোলাপগঞ্জ-বিয়ানিবাজার সংবাদের সম্পাদক ও প্রকাশক ছিলেন।

   

About

Popular Links

x