Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

কাদের : খালেদা জিয়াকে মাইনাস করার চেষ্টায় বিএনপি

মন্ত্রী বলেন, ‘এ দলের প্রতি দেশের মানুষের আস্থা নাই। ধানের শীষ এখন পেটের বিষ।' 

আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ০৪:২৩ পিএম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মাইনাসের চেষ্টায় দলটি ড. কামাল হোসেনের সঙ্গে ঐক্য করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

আজ বৃহস্পতিবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড ও আশুলিয়ার ‘পলাশবাড়ি আমার স্কুল প্রাঙ্গণে’ পথসভায় মন্ত্রী এসব কথা বলেন। 

কাদের বলেন, ‘বিএনপি খালেদা জিয়াকে মাইনাস করতে কামালের সাথে ঐক্য করেছে। বিএনপি দেশে অসুস্থ ধারার রাজনীতি করার জন্য অসুস্থ মানুষের সাথে ঐক্য ফ্রন্ট করেছে। এই ঐক্য ফ্রন্টের কোনো ভিত্তি নেই।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘নষ্ট রাজনীতির নব্য কাণ্ডারি হিসেবে হচ্ছে ডা. কামাল হোসেন ঐক্য ফন্ট গঠন করেছেন। ঐক্য ফন্ট হচ্ছে বিএনপির সন্ত্রাসী ও দোষীদের পুনর্বাসন কেন্দ্র।’ 

‘বিএনপি এখন বাংলাদেশের নালিশ পার্টি। তাদের সব বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা সংকুচিত। তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড। গ্রেনেড হামলা চালিয়ে বিএনপির আওয়ামী লীগের আইভি রহমানসহ ২২ জন নেতা-কর্মীকে হত্যা করেছে। এ দল খুনি দল। কানাডার আদালত বিএনপিকে সস্ত্রাসী দল বলে ঘোষণা করেছে।’

মন্ত্রী এ সময় আরও বলেন, ‘এ দলের প্রতি দেশের মানুষের আস্থা নাই। ধানের শীষ এখন পেটের বিষ। খালেদা জিয়া কারাগারে। তারেক রহমান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসাসি। এই খুনি, সন্ত্রাসী, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান ও খালেদা জিয়ার বিএনপিকে এখন আর দেশের মানুষ বিশ্বাস করে না।’

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় সাবেক পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি, স্থানীয় সংসদ সদস্য (এমপি) ডা. এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলাম রাজীব উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x