Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সাথে ঐক্যফ্রন্টের সংলাপ

মঙ্গলবার সকাল পৌনে ৮টায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসভবনে বৈঠকের আমন্ত্রণপত্রটি পৌঁছে দেন

আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ১১:০৯ এএম

সংলাপের জন্য জাতীয় ঐক্যফ্রন্টকে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকাল পৌনে ৮টায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসভবনে বৈঠকের আমন্ত্রণপত্রটি পৌঁছে দেনশেখ হাসিনা স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ‘অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংবিধান সম্মত সকল বিষয়ে আলোচনার জন্য আমার দ্বার সর্বদা উন্মুক্ত।

‘তাই আলোচনার জন্য আপনি যে সময় চেয়েছেন, সে পরিপ্রেক্ষিতে আগামী ১ নভেম্বর ২০১৮ তারিখ সন্ধ্যা ৭টায় আপনাদের আমি গণভবনে আমন্ত্রণ জানাচ্ছি।

প্রসঙ্গত, গত রবিবার সংলাপ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি দেন ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন।

ওই চিঠির পরের দিনই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন যে, ‘প্রধানমন্ত্রী আলোচনায় বসতে সম্মত হয়েছেন পরবর্তীতে আলোচনার স্থান, সময় ও তারিখ জানানো হবে। এর একদিন পরই প্রধানমন্ত্রী নিজেই ঐক্যফ্রন্টকে আমন্ত্রণ জানালেন।

About

Popular Links