Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

কাদের: ৭ নভেম্বরের পর সংলাপ সম্ভব নয়

"দীর্ঘ সময় সংলাপ চালিয়ে যাওয়া সম্ভব হবে না"

আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ০৬:৫২ পিএম

আগামী ৭ নভেম্বরের পর কোনো রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগের সংলাপ চালিয়ে যাওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার তিনি বলেন, “দীর্ঘ সময় সংলাপ চালিয়ে যাওয়া সম্ভব হবে না। কারণ ইতিমধ্যে ৪ নভেম্বর ১৪ দলের সাথে এবং ৫ নভেম্বর জাতীয় পার্টির সাথে আমাদের সংলাপ আয়োজনের সময় ঠিক হয়ে আছে।”

জেল হত্যা দিবস উপলক্ষে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং চার জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের।

মন্ত্রী আরও বলেন, “কেউ যদি সংলাপে অংশ নেয়ার পরও জাতীয় নির্বাচনকে সামনে রেখে গোপনে নাশকতার ছক আঁকে তাহলে আমরা সতর্ক করে দিয়ে বলতে চাই যে পরিস্থিতি মোকাবেলায় আমরা সচেতন আছি...আমরা তার সমুচিত জবাব দেব।”

একই অশুভ শক্তি ১৫ আগস্ট, ২১ আগস্ট ও ৩ নভেম্বরের হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

উল্লেখ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট এবং শুক্রবার একিউএম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সাথে সংলাপে অংশ নিয়েছেন।


   

About

Popular Links

x