Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনেছেন ব্যারিস্টার নাজমুল হুদা

২০০১ সালের তৎকালীন বিএনপি–জামায়াত জোট সরকারের আমলে যোগাযোগমন্ত্রী দায়িত্বে ছিলেন ব্যারিস্টার নাজমুল হুদা

আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১১:৪২ পিএম

আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা। শুক্রবার (৯ নভেম্বর) ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে তিনি এই মনোনয়ন কিনেছেন বলে বাংলা ট্রিবিউনের একটি খবরে বলা হয়েছে।  

ব্যারিস্টার নাজমুল হুদা ২০০১ সালের তৎকালীন বিএনপি–জামায়াত জোট সরকারের আমলে যোগাযোগমন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং দলটির প্রথম স্থায়ী কমিটির সদস্য ছিলেন। পরবর্তীতে বিএনপি থেকে সড়ে এসে তৃণমূল বিএনপি নামের একটি দলও গঠন করেন তিনি। এ দলের মাধ্যমে তার নেতৃত্বে বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্স (বিএনএ) নামে নতুন একটি জোটও রয়েছে। 

ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র কেনা প্রসঙ্গে ব্যারিস্টার নাজমুল হুদা জানান, আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি, এজন্যই মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।


   

About

Popular Links

x