Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

মির্জা ফখরুল: জার্মান রাষ্ট্রদূতের বক্তব্য সঠিক নয়

গত ১৭ মার্চ জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার সঙ্গে বৈঠক করে বিএনপি। তবে ওই বৈঠক নিয়ে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রদূত

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০৯:২৪ পিএম

বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে গত মাসে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের পর ভুল উদ্ধৃত করা হয়েছে উল্লেখ করে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টারের বক্তব্য সঠিক নয় বলে মন্তব্য করেছেন দলটির মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ১৭ মার্চ জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার সঙ্গে বৈঠক করে বিএনপি। তবে ওই বৈঠক নিয়ে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রদূত।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) টক অনুষ্ঠানে এ অসন্তোষের কথা জানান তিনি। 

রাষ্ট্রদূত বলেন, “আমাকে উদ্ধৃত করে বলা হয়েছে যে, আমি বাংলাদেশের মানবাধিকার ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। এটা সত্য নয়। এটা যদি আমার কথা হয়ে থাকে, আমি নিজেই আমার কথা বলতে পারি।”

এ প্রসঙ্গে, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “রাষ্ট্রদূত সঠিকভাবে বিষয়টি বলেননি। ওই বৈঠকের পর আমাদের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জার্মান রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে কিছু বলেননি।”

ফখরুল বলেন, “বৈঠকের বিষয়ে আমীর খসরু সাধারণভাবে যা বলেছিলেন তা রাষ্ট্রদূত তাকে ভুল উদ্ধৃত করেছে বলে মনে করেছেন।”

বৃহস্পতিবার (২১ এপ্রিল) জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন আংশিক কমিটির নেতারাসহ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুল এ মন্তব্য করেন। গত ১৭ মার্চের বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “আমাদের মধ্যে অনেক মিউচ্যুয়াল ইন্টারেস্ট আছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা তা নিয়েও আলোচনা হয়েছে। উন্নয়ন, বাংলাদেশে গণতন্ত্র,  মানবাধিকার, দেশের আইনের শাসনসহ সব কিছুই আসে আলোচনায়।”

বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্রের বিষয়ে রাষ্ট্রদূত কী বলেছেন- সাংবাদিকরা জানতে চাইলে খসরু বলেন, “বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে বিশ্বব্যাপী সবাই অবগত আছে। এখানে নতুন করে বলার কিছু নেই। এগুলো নিয়ে বিশ্বব্যাপী আলোচনাও হচ্ছে। বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী যে আলোচনা হচ্ছে উনারা (জামার্নি) তো তার একটা অংশ।”

আগামী নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে কি না- এ বিষয়ে তিনি বলেন, “নির্বাচন বাদে তো কোনো আলোচনা হতে পারে না। কারণ বাংলাদেশের আগামী নির্বাচনের বিষয়ে সারা বিশ্ব তাকিয়ে আছে। স্বাভাবিকভাবে উনারা জানতে চেয়েছেন, আগামী নির্বাচনে বাংলাদেশ কোথায় যাচ্ছে? সবার চোখ তো বাংলাদেশের দিকে।”

About

Popular Links