Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

তাদের প্রতীক ‘ধানের শীষ’

 গত ১১ নভেম্বর এক সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক পাঁচটি দলের চারটিই নিজেদের প্রতীকের পাশাপাশি বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়েছিল।

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ০৬:৪০ পিএম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ৩০০ আসনে নির্বাচন করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

আজ বৃহস্পতিবার বিকালে বিষয়টি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) কাছে চিঠি দিয়েছে ঐক্যফ্রন্টের প্রতিনিধিদল।

ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা ও গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদল বিকাল সাড়ে ৩টায় সিইসি দপ্তরে চিঠি দেন।

ঐক্যফ্রন্টের চিঠিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার বিষয়টি জানানো হয়।

একই দিন দুপুরে মতিঝিলে জোটের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠকে ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নেয় ঐক্যফ্রন্ট।

বৈঠক শেষে জোটের শরিক দল নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

এর আগে গত ১১ নভেম্বর এক সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক পাঁচটি দলের চারটিই নিজেদের প্রতীকের পাশাপাশি বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়েছিল।

About

Popular Links