Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

রিজভী: কাদের ফেয়ার নির্বাচন বলতে ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ বুঝিয়েছেন কি-না, বোধগম্য নয়

তিনি আরও বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন মানে একটা প্রতারণার ফাঁদের মধ্যে পড়তে হবে 

আপডেট : ১০ মে ২০২২, ১০:৪৫ এএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “তিনি (ওবায়দুল কাদের) ফেয়ার নির্বাচন বলতে ‘ফেয়ার অ্যান্ড লাভলির’ কথা বুঝিয়েছেন কি না, তা বোধগম্য নয়।”

“ইভিএমে ভোট হবে, নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকবে”- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন প্রতিশ্রুতির প্রতিক্রিয়ায় সোমবার (৯ মে) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী।

তিনি আরও বলেন, “ফেয়ার নির্বাচনের একটি আওয়ামী ভার্সন রয়েছে, যা ১৪ বছরে দেশের মানুষ দিব্যচোখে অবলোকন করেছে। আগামী নির্বাচন ইভিএমে হবে এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকার যে কথা আপনারা বলেছেন, তাতেই আপনার আগাম বার্তা জনগণ বুঝতে পেরেছে, আগামী নির্বাচন হবে মহাজালিয়াতির, দস্যুবৃত্তির।”

আগামী জাতীয় নির্বাচন নিয়ে ক্ষমতাসীনরা ‘‘ভেল্কিবাজি মিথ্যাচার’’ করছে অভিযোগ করে রিজভী বলেন, “আওয়ামী লীগের নেতারা যা বলছেন, প্রধানমন্ত্রী যা বলছেন, এটা ভেল্কিবাজির একটা কথা তারা বলছেন।”

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে দলের অবস্থান ব্যাখ্যা করেন তিনি বলেন, “নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন মানে একটা প্রতারণার ফাঁদের মধ্যে পড়তে হবে।”

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, খায়রুল কবির খোকন, মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, আসাদুল করিম শাহিন, সেলিমুজ্জামান সেলিম প্রমুখ।


   

About

Popular Links

x