Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

খন্দকার মোশাররফ: দল ক্ষমতায় গেলে খালেদা জিয়াই হবেন প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, আওয়ামী লীগ এবার ক্ষমতায় আসতে পারবে না। যদি ১০ বছর পর তারা ক্ষমতায় আসে তাহলে তাদের প্রধানমন্ত্রী কে হবে তা স্পষ্ট করুন

আপডেট : ১৬ মে ২০২২, ০৮:৩১ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, তাদের ক্ষমতায় গেলে খালেদা জিয়াই প্রধানমন্ত্রী হবেন। তিনি বলেন, “আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি আর প্রধানমন্ত্রী হতে চান না। আওয়ামী লীগ এবার ক্ষমতায় আসতে পারবে না। যদি ১০ বছর পর তারা ক্ষমতায় আসে তাহলে তাদের প্রধানমন্ত্রী কে হবে তা স্পষ্ট করুন।”

সোমবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবে “চলমান সংকট নিরসনে নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব” শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সভার আয়োজন করে গণতন্ত্র ফোরাম।

ড. মোশাররফ বলেন, “সব ধরনের কু-বুদ্ধি আওয়ামী লীগ ব্যবহার করছে। এই দেশে আর কোনো কু-বুদ্ধি কাজে দেবেন না।”

আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে দলের অবস্থান পুনর্ব্যক্ত করে খন্দকার মোশাররফ বলেন, “শেখ হাসিনার অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। শুধু বিএনপি নয়, সারা বাংলাদেশের মানুষ বলেছে- দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না, বিভিন্ন রাজনৈতিক দল বলছে যাবে না। এটা পরিষ্কার। তার মানে আমরা বসেও থাকব না।”

তিনি আরও বলেন, “এই সরকারকে হটাবো। হটানোর জন্য রাজপথই একমাত্র বিকল্প।”

ড. মোশাররফ বলেন, “যদি এখন আপনারা ক্ষমতা ছেড়ে না দেন, এদেশের মানুষের কাছে ক্ষমা না চান, সংসদ বাতিল না করেন তাহলে দেশের জনগণকে রাস্তায় নেমে আসতে হবে। এ দেশের জনগণ অতীতে প্রমাণ করেছে, আগামীতেও পারবে।”

সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন প্রমুখ বক্তব্য রাখেন।

   

About

Popular Links

x