Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছে না বিএনপি

‘যারা মানুষ হত্যা করেছে এবং বিশিষ্ট ব্যক্তিদের পানিতে ফেলে হত্যা করতে চায় তাদের কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা যাবে না’

আপডেট : ২২ জুন ২০২২, ০৮:০৯ পিএম

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি যোগ দেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২২ জুন) বিকেলে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, “যারা মানুষ হত্যা করেছে এবং বিশিষ্ট ব্যক্তিদের পানিতে ফেলে হত্যা করতে চায় তাদের কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা যাবে না।”

এর আগে এদিন সকালে ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বিএনপির সাত নেতাকে আমন্ত্রণ জানায় সরকার।

সকাল ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে আমন্ত্রণপত্র দেন সেতু বিভাগের উপসচিব দুলাল চন্দ্র সূত্রধর।

আমন্ত্রণপত্র দেওয়া হয়- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদের নামে।

উপসচিব দুলাল চন্দ্র সাংবাদিকদের জানান, তিনি সেতু বিভাগের পক্ষ থেকে আমন্ত্রণপত্র নিয়ে বিএনপি কার্যালয়ে গিয়েছিলেন।

একজন উপসচিবের কাছ থেকে সরকারি আমন্ত্রণপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, “আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। এতে আমাদের কোনো আগ্রহ নেই।”

এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, “আমাদের দলের নেতাকর্মীদের কোনো কারণ নেই ওই কর্মসূচিতে অংশ নেওয়ার।”


   

About

Popular Links

x