ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার স্ত্রীও আহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ জুলাই) সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
উন্নত চিকিৎসার জন্য দুপুরে তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়েছে।
হাইওয়ে পুলিশ বগুড়ার শেরপুর ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর একেএম বানিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাইভেট কারে করে কুড়িগ্রাম থেকে স্ত্রী তোহফা সাদিয়া বিথিকে নিয়ে ঢাকায় ফিরছিলেন শোভন। পথে শাজাহানপুরের নয়মাইল নামক এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে তাদের বহনকারী প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি হাইসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শোভন ও তার স্ত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করেন।
শোভনের স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও শোভনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।