Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

জিএম কাদেরের সঙ্গে অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বৈঠকে তারা রাজনীতি ও অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা করেন 

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৫ পিএম

অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্দিয়া সিম্পসন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সাক্ষাৎ করেছেন। এসময় রাজনীতি ও অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা করেন তারা।

জাতীয় পার্টি একটি বিবৃতিতে বলেছে, দুপুরে জিএম কাদেরের উত্তরার বাসভবনে তারা বৈঠকে মিলিত হন। সেখানে তারা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক এবং পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

দলটি বলছে, নর্দিয়া সিম্পসন বাংলাদেশের মানুসেল বন্ধুসুলভ মানসিকতা ও আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন।

জিএম কাদের আশা করছেন ভবিষ্যতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বন্ধুত্ব আরও বাড়বে।

জাতীয় পার্টির উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সমন্বয়ক শেরিফুল কাদের, দলের চেয়ারম্যানের বিশেষ দূত ও উপদেষ্টা মাশরুর মাওলা বৈঠকে উপস্থিত ছিলেন।

About

Popular Links