Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

তোফায়েল: বাংলাদেশে আর কখনো নির্দলীয় সরকার হবে না

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, ‘ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়ে বিএনপিকে টিকিয়ে রেখেছেন’

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০৪:২৭ পিএম

বাংলাদেশে আর কখনো নির্দলীয় সরকার হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।

তিনি বলেন, “বাংলাদেশে আর কখনো নির্দলীয় সরকার হবে না। কারো কথায় নির্বাচন কমিশন বাতিল হবে না। কারণ নির্বাচন কমিশন একটি নিয়মের মধ্য দিয়ে সার্চ কমিটির বাছাইয়ের পর নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাচ্ছেন নির্বাচন কমিশনের পরিবর্তন ও নির্দলীয় সরকার। তার ইচ্ছা কখনোই পূরণ হবে না।”

সোমবার (১২ সেপ্টেম্বর) ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, “ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়ে বিএনপিকে টিকিয়ে রেখেছেন। আর বিবৃতির জন্য যদি নোবেল পুরস্কার দেওয়া হয় তাহলে তাকে দেওয়া উচিত।” 

এ সময় ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ভোলা-১ (সদর) আসনের এই সংসদ সদস্য।

ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

   

About

Popular Links

x