Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রামে আওয়ামী লীগের জনসভা ৪ ডিসেম্বর, থাকবেন শেখ হাসিনা

করোনাভাইরাস মহামারীর আগে-পরে কোনো জনসভায় অংশ নেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১০:১০ পিএম

বন্দরনগরী চট্টগ্রামের পলো গ্রাউন্ডে ৪ ডিসেম্বর জনসভা করবে আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করা এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে সশরীরে উপস্থিত থাকবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের একপর্যায়ে বাইরে এসে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, “প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা ৪ ডিসেম্বর চট্টগ্রাম পলো গ্রাউন্ডে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।”

আওয়ামী লীগের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারীর আগে-পরে কোনো জনসভায় অংশ নেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের সময় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বক্তব্য দেন তিনি। এবার সরাসরি দলীয় জনসভায় বক্তব্য দেবেন।

এদিকে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে ২২তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর একদিনেই শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০১৯ সালের ২০-২১ ডিসেম্বর দলটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

About

Popular Links