Saturday, May 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিএনপি কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ

গতকাল সন্ধ্যায় মনোনয়ন না পাওয়া এহছানুল হক মিলন, তৈমুর আলম খন্দকার ও সেলিমুজ্জামান সেলিমের অনুসারী কর্মী-সমর্থকেরা গুলশান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন এবং কার্যালয় ভাঙচুর করেন।

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ০৩:২৬ পিএম

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো মনোনয়নবঞ্চিতদের বিক্ষোভ। আজ রোববার সকাল থেকে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু হয়। 

টাকার বিনিময়ে ও আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে বিএনপির যোগ্য প্রার্থীরা মনোনয়ন বঞ্চিত হয়েছেন বলে বিক্ষোভকারীদের অভিযোগ। 

তারা অভিযোগ করেন, তৃণমূলের সঙ্গে সম্পর্ক আছে এমন প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়নি। বিভিন্ন আসনে দুর্বল প্রার্থী দেওয়ায় সেইসব আসনে পরাজয় নিশ্চিত। 

এর আগে গতকাল শনিবারও বিক্ষোভ হয়। এ সময় কার্যালয়ের ভেতর থেকে মাইকিং করে শান্ত থাকতে বলা হয়েছিল। আর আজ বলা হয়েছে, ‘এখানে বিক্ষোভ করে লাভ নেই।’ 

গতকাল সন্ধ্যায় মনোনয়ন না পাওয়া এহছানুল হক মিলন, তৈমুর আলম খন্দকার ও সেলিমুজ্জামান সেলিমের অনুসারী কর্মী-সমর্থকেরা গুলশান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন এবং কার্যালয় ভাঙচুর করেন।

আজ সকালে আবদুল্লাহর শ’দুয়েক সমর্থক গুলশানের কার্যালয়ে এসে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভে শামিল হন কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সির সমর্থকেরা। বিক্ষোভকারীদের একজন বলেন, ‘মঞ্জুরুল আহসান মুন্সি বারবার দলকে জিতিয়েছেন। সেখানে একজন অচেনা লোককে মনোনয়ন দেওয়া মানা যায় না।’


About

Popular Links