Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

কাদেরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ফখরুলের

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা তিনশ’র বেশি ভুয়া ফেসবুক আইডি খুলেছে। যার একমাত্র উদ্দেশ্য বিরোধী দল ও খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে অপ্রচার করা, নোংরা ছবি ছড়ানো এবং মিথ্যা ও বানোয়াট গল্প তুলে ধরা।’

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৬ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার বিকেলে গুলশানের বিএনপির চেয়ারপারসেন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা।
 
মির্জা ফখরুল দাবি করেন, পাকিস্তান দূতাবাসে মির্জাফখরুলের বৈঠক ও আইএসআই-এর সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহামনের বৈঠক হয়েছে বলে ওবায়দুল কাদের ও আব্দুর রহমানের দেওয়া বক্তব্য বিএনপিকে হীনপ্রতিপন্ন করার জন্য দেওয়া হয়েছে।  

বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘এই বক্তব্য শুধুমাত্র বিএনপিকে হীনপ্রতিপন্ন করার জন্য। তাদের বক্তব্য প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি, অন্যথায় আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো। আওয়ামী লীগের এই প্রবণতা আছে যে বিএনপিকে এমন সংস্থা বা দেশের সঙ্গে যুক্ত করে বিপদে ফেলতে চায়। আমরা সব সময় জনগণের মতামত নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছি। কোনও সংস্থা বা দেশের সঙ্গে আমাদের সম্পর্ক নেই।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা তিনশ’র বেশি ভুয়া ফেসবুক আইডি খুলেছে। যার একমাত্র উদ্দেশ্য বিরোধী দল ও খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে অপ্রচার করা, নোংরা ছবি ছড়ানো এবং মিথ্যা ও বানোয়াট গল্প তুলে ধরা।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু প্রমুখ।

About

Popular Links