Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

টাঙ্গাইলে নৌকার মিছিলে গিয়ে আ.লীগ কর্মীর মৃত্যু

নির্বাচনি প্রচারণার সময় কুদরদের মৃত্যু হয়।

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ০৮:১৯ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে নৌকার মিছিলে গিয়ে কুদরদ আলী (৫৫) নামে এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নির্বাচনি প্রচারণার সময় তার মৃত্যু হয় বলে জানা গেছে। তার বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার ছোট বাসালিয়া গ্রামে। 

জানা গেছে, টাঙ্গাইল-৫ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি ছানোয়ার হোসেনের সমর্থনে ছোট বাসালিয়ায় একটি মিছিলে অংশ নেন কুদরত আলী। এসময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর সেখানেই তার মৃত্যু ঘটে। 

রাত দশটায় ছোট বাসালিয়া স্কুল মাঠে জানাযা নামাজ শেষে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজায়, টাঙ্গাইল-৫ আসনের এমপি ছানোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণীপেশার লোক অংশ নেন। About

Popular Links