আরও পাঁচ বছর আওয়ামী লীগের ক্ষমতায় থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, “উন্নয়ন কর্মকাণ্ড শেষ করতে আরেকবার ক্ষমতায় যাওয়া প্রয়োজন।”
সোমবার (১৭ ডিসেম্বর) বিজয় দিবসের আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশবাসীর কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, দেশকে আরও উন্নত করতে চাই। এজন্য নৌকা মার্কায় ভোট চাই।
তিনি বলেন, "জাতীয় সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধীদের স্বজনদের মনোনয়ন দেওয়া হয়েছে। মানুষ পুড়িয়ে হত্যার রাজনীতিবিদদের ভোট চাওয়ার কোনও অধিকার নাই। যারা বাংলাদেশ চায়নি তারা কীভাবে ভোট চায়।"
প্রধানমন্ত্রী বলেন, ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশের জনগণের প্রতি আমার আস্থা আছে। আমার বিশ্বাস তারা সঠিক জায়গায় ভোট দিতে ভুল করবে না।
সরকার গৃহহারাদের ঘর ও চাকরির ব্যবস্থা করে দিয়েছে, আগামীতেও এসব সুবিধা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন শেখ হাসিনা।