Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

দুই নাতনির সঙ্গে ঈদ করবেন খালেদা জিয়া

আরাফাত রহমান কোকোর দুই মেয়ের সঙ্গে এবারের ঈদ করবেন খালেদা জিয়া

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ০৯:৫৯ পিএম

প্রয়াত আরাফাত রহমান কোকোর দুই সন্তান জাহিয়া রহমান ও জাফিয়া রহমানের সঙ্গে এবারের ঈদ করবেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি বর্তমানে গুলশানের বাসাতে অবস্থান করছেন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, বিগত কয়েক বছরের রীতি অনুযায়ী, ঈদের দিন খালেদা জিয়ার গুলশানের বাসায় যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা। ওইদিন সন্ধ্যায় ঈদ-শুভেচ্ছা বিনিময় করবেন তারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “আশা করছি, ঈদের দিন সন্ধ্যায় আমরা ম্যাডামের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যাবো।”

খালেদা জিয়ার পারিবারিক সূত্র জানিয়েছে, রমজানেই ঢাকায় এসেছেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান। আর ২০ এপ্রিল এসেছেন তার কন্যা জাহিয়া ও জাফিয়া।

About

Popular Links