জাতীয় সংসদ নির্বাচন ইতোমধেই তামাশায় পরিণত হয়েছে ও প্রহসনে বলে মন্তব্য করেছেন বিএনপিরমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “ইতোমধ্যে নির্বাচন একটি তামাশা ও প্রহসনে পরিণত হয়েছে। গত ১০ বছর আমরা যে একটি স্বৈরাচার সরকারের অধীনে বসবাস করছি সেটি থেকে জনগণের মুক্তির জন্য আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিই। কিন্তু এখন নির্বাচনের আদৌ কোনও পরিবেশ আছে কি না সেই প্রশ্ন দেখা দিয়েছে।”
নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন ও বিচার বিভাগ গণতন্ত্রকে ধ্বংস করার জন্য একজোট হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
শুক্রবার (২১ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
কোনও মতেই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই দাবি করে মির্জা ফখরুল বলেন, “আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করছি নির্বাচন কমিশন, প্রশাসন ও বিচার বিভাগ গণতন্ত্রকে ধ্বংস করার জন্য একজোট হয়েছে। আমরা অত্যন্ত শঙ্কিত।”
নির্বাচন কমিশন বিভিন্ন আসনে প্রার্থীদের বৈধতা দেওয়ার পর সেই প্রার্থীদের প্রার্থিতা বাতিলের এখতিয়ার হাইকোর্টের আছে কিনা, তা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির মহাসচিব।
বিএনপি মহাসচিব বলেন, "আমাদের ১৫ জন প্রার্থী কারাগারে, সাত জন বাতিল, ২৫ জনের ভাগ্য আদালতে ঝুলছে।"
সরকারদলীয় নেতাকর্মীরা সারাদেশে হামলার ঘটনা ঘটাচ্ছে আবার তারাই বিএনপির নামে মামলা দিচ্ছে বলে দাবি করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, “একদিকে আওয়ামী সন্ত্রাস, অন্যদিকে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়্যুম, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।