Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

তোফায়েল: আন্দোলনের নামে গোলযোগের চেষ্টা করছে বিএনপি

তিনি আরও বলেন. আগামী নির্বাচন উপলক্ষে অনেক ষড়যন্ত্র হবে আমাদের বিরুদ্ধে। সবাইকে ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে

আপডেট : ১৫ মে ২০২৩, ০৪:৪৬ পিএম

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, “বিএনপি আন্দোলনের নামে গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে। সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে তার মোকাবিলা করতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের অগ্রযাত্রা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।”

সোমবার (১৫ মে) দুপুরে ভোলার গাজীপুর রোডের বাসায় সদর উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তোফায়েল বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ একটি শক্তিশালী রাজনৈতিক দল। টানা প্রায় ১৫ বছর দলটি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। আগামী নির্বাচন উপলক্ষে অনেক ষড়যন্ত্র হবে আমাদের বিরুদ্ধে। সবাইকে ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হয়েছে উন্নয়নের রোল মডেল। আমরা বিভিন্ন বড় বড় উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছি। একটাই প্রয়োজন আমাদের সেটা হলো ঐক্য। আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে ইনশাল্লাহ আগামী নির্বাচনেও বিজয়ী হবে।”

প্রবীণ এই আওয়ামী লীগ নেতা বলেন, “আগামী জাতীয় নির্বাচন খুব কাছাকাছি। হয়ত ডিসেম্বরের শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। প্রত্যেক ইউনিয়নে ওয়ার্ড কমিটি এবং কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করতে হবে।” 

সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ফেরদৌস আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ন সাধারণ সম্পাদক মো. ইউনুছ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ।

সভায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, সদর উপজেলার প্রত্যেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x