Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

মারা গেছেন হেফাজত নেতা মাওলানা ইয়াহিয়া

তিনি  দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন

আপডেট : ০৩ জুন ২০২৩, ০৪:৫৫ পিএম

হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর ও আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হযরত মাওলানা ইয়াহিয়া ইন্তেকাল করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মাওলানা মোহাম্মদ জুনাইদ।

শুক্রবার (৩ জুন) দিবাগত রাত দেড়টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন তিনি। এছাড়াও তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে ভর্তি করা হয় মাওলানা ইয়াহিয়াকে। অবস্থার অবনতি হলে রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়।

মাওলানা ইয়াহিয়া হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হিসেবে ২০২১ সালের ৮ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন।

About

Popular Links