Saturday, May 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

কাদের: সেনাবাহিনীকে কেউ বিতর্কিত করবেন না

"সেনাবাহিনী কোনো দলের হয়ে কাজ করবে না, তাদের ভূমিকা থাকবে নিরপেক্ষ”

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ০৭:২৮ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “দেশ প্রেমিক সেনাবাহিনী কোনো দলের নয়, জোটের নয়। কেউ এত উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। সেনাবাহিনী কারো হয়ে কাজ করবে না। তাদের কেউ বিতর্কিত করার চেষ্টা করবেন না।”

সোমবার ফেনীর দাগণভূঞাঁ আতাতুর্ক উচ্চ বিদ্যালয় মাঠে মহাজোট মনোনীত লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর লাঙ্গল প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ একথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, “একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দায়িত্ব পালনে জেলায় জেলায় অবস্থান নিয়েছে সেনাবাহিনী। একটি মহল সেনাবাহিনীকে নিয়ে বেশ উচ্ছ্বসিত। তাদের মনে রাখা উচিৎ, সেনাবাহিনী কোনো দলের হয়ে কাজ করবে না, তাদের ভূমিকা থাকবে নিরপেক্ষ।”

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জাহানারা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আক্রাম হোসেন হুমায়ুন,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী প্রমুখ।


About

Popular Links