Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

হেলিকপ্টারে করে প্রচারণায় হিরো আলম (ভিডিও)

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টার করে নন্দিগ্রামের মাঠে নামার আগে স্লোগান দিতে থাকে হিরো আলমের সমর্থকরা। এ সময় সবাইকে ‘সিংহ’, ‘সিংহ’ বলে স্লোগান দিতে দেখা যায়।

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৪ পিএম

বাংলাদেশের ছেলে-বুড়োর কাছে হিরো আলম এখন পরিচিত এক নাম। ফেসবুক-ইউটিউব থেকে জনপ্রিয়তা পাওয়া এই মানুষটি আরও আলোচনায় আসেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পর। 

বগুড়া-৪ আসন থেকে ‘সিংহ’ প্রতীকে নির্বাচনে নেমেই মাঠ কাঁপাচ্ছেন হিরো আলম। একের পর ভাইরাল হয়েছে তার নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন ভিডিও। তারই ধারাবাহিকতায় এবার আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ঝড় তুলেছে। ভিডিওটিতে দেখা যায় হেলিকপ্টারে করে নির্বাচনী প্রচারণায় নামছেন হিরো আলম।  

গতকাল সোমবার বিকেলে হেলিকপ্টার করে হিরো আলম নন্দিগ্রামের মাঠে নামেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টার করে নন্দিগ্রামের মাঠে নামার আগে স্লোগান দিতে থাকে হিরো আলমের সমর্থকরা। এ সময় সবাইকে ‘সিংহ’, ‘সিংহ’ বলে স্লোগান দিতে দেখা যায়।

জানা গেছে, ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেন হিরো আলম। পরে সেখান থেকে হেলিকপ্টারে করে নিজ নির্বাচনী এলাকা নন্দিগ্রামে যান তিনি।

About

Popular Links