Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিএনপি নেতা এম এ মান্নান আর নেই

 গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র এম এ মান্নান দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানা সমস্যায় ভুগছিলেন

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ০৭:৩৩ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান মারা গেছেন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে সাড়ে ৪টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এম এ মান্নানের সাবেক ব্যক্তিগত সহকারী বিএনপি নেতা নাহিদুল ইসলাম বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

৭২ বছর বয়সী এম এ মান্নান দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানা সমস্যায় ভুগছিলেন। মাঝে হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে তিনি বাড়িতে ছিলেন। বুধবার তার শারীরিক অবস্থার অবনতি হলে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে তাকে লাইফ সাপোর্ট নেওয়া হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় তিনি মারা যান।

গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র ছিলেন বিএনপি নেতা এম এ মান্নান। মেয়র থাকাকালে ২০১৫ সালে তাকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন মামলায় তিনি দুই বছরের মতো কারাগারে ছিলেন। ২০১৭ সালে তিনি জামিনে মুক্তি পান। এরপর থেকেই নানা রোগে ভুগতে শুরু করেন এই বিএনপি নেতা। এ কারণে তিনি রাজনীতিতে নিষ্ক্রয় হয়ে পড়েন।

About

Popular Links