Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

‘খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, কথা বলতে পারছেন’

খালেদা জিয়াকে নিয়ে দুশ্চিন্তা করার মতো পরিস্থিতি নেই বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান

আপডেট : ১২ জুন ২০২২, ০২:০৬ পিএম

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। তার করোনাভাইরাস সংক্রান্ত কোনো জটিলতা নেই।

রবিবার (১২ জুন) সকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান। ইংরেজি দৈনিক ডেইলি স্টারের অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, “খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে। দুশ্চিন্তা করার মতো পরিস্থিতি নেই। তিনি কথা বলতে পারছেন।”

শায়রুল কবির জানান, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সার্বক্ষণিক তার খোঁজ-খবর রাখছেন। এছাড়া বাসার ব্যক্তিগত সহকারীরাও হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন। এ ছাড়া, বিএনপি নেত্রীর ভাই, বোন ও ভাবি নিয়মিতভাবে তাকে দেখে যাচ্ছেন।

এর আগে, শনিবার (১১ জুন) হার্টে রিং পরানোর পর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন। গতকাল হাসপাতালে তার শ্বাসকষ্ট (সাফোকেশন) দেখা দিলেও, আজ শ্বাসকষ্ট হচ্ছে না বলেও জানান শায়রুল কবির।

About

Popular Links