Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

ফলাফল প্রত্যাখ্যান করেছে ঐক্যফ্রন্ট

একইসাথে তিনি এই নির্বাচন বাতিলের দাবি জানান

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৫ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রহসনমূলক’ আখ্যা দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। একইসাথে তিনি এই নির্বাচন বাতিলের দাবি জানান।

রবিবার (৩০ ডিসেম্বর) বেইলি রোডের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

ইউএনবি'র প্রতিবেদনে বলা হয়, ড. কামাল বলেন, দেশের প্রায় সব আসন থেকে একই রকমের ‘ভোট ডাকাতির’ খবর এসেছে। ‘যার ফলে বিভিন্ন দলের শতাধিক প্রার্থী নির্বাচন বর্জন করেছেন,’ বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘এমন অবস্থায় আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করা হোক। এই নির্বাচনের কথিত ফল আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই সাথে নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবি করছি।’

কোনও আসনে ঐক্যফ্রন্ট বিজয়ী হলে তারা সেই ফলাফল মেনে নেবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেখানে উপস্থিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা এই নির্বাচনকেই বর্জন করছি।’

এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জেএসডি সভাপতি আসম আবদুর রব, গণফোরাম নেতা সুব্রত চৌধুরী, গণস্বাস্থ্য ট্রাস্টের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

About

Popular Links