Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিকালে বৈঠকে বসছে বিএনপি ও ২০ দলীয় জোট

বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বৈঠকের পর সন্ধ্যা ৬টার দিকে ২০ দলীয় জোটের বৈঠক শুরু হবে

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ০৩:১৯ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করতে আজ দুটি পৃথক বৈঠকে বসছেন বিএনপি ও ২০ দলীয় জোটের স্থায়ী কমিটির সদস্যরা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ দলের স্থায়ী কমিটির নেতারা আজ বৈঠক করবেন। সোমবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি শুরু হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।

বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বৈঠকের পর সন্ধ্যা ৬টার দিকে ২০ দলীয় জোটের বৈঠক শুরু হবে। এই বৈঠকে জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান অংশ নেবেন।  জোটের শরিক কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্ধ্যায় জোটের বৈঠক ডাকা হয়েছে। পরবর্তী কর্মসূচি বা সিদ্ধান্ত এ বৈঠকে আলোচনা হবে।’

বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের পরই জোটের বৈঠকে এ সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে। একইসঙ্গে সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টেরও বৈঠক হওয়ার কথা রয়েছে।


About

Popular Links