সাবেক উপপ্রধানমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় গুলশানের নিজ বাসভবনে তিনি মারা যান।
রাত ১০টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, শাহ মোয়াজ্জেম হোসেন ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধসহ বড় বড় রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিতে সক্রিয় ছিলেন।
তিনি বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি ছিলেন। পরে আদালতের রায়ে তিনি খালাস পান।