Saturday, May 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা সিটির প্রথম মেয়র ব্যারিস্টার হাসনাত আর নেই

১৯৭৭-১৯৮২ ও ১৯৯০ সালে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন হাসনাত

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৬ পিএম

ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র ও বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ব্যারিস্টার আবুল হাসনাত মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) লন্ডন স্থানীয় সময় ভোর ৫টায় বার্ধক্যজনিত জটিলতায় নিজের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার ছেলে রাজীব হাসনাত।

স্ত্রী নাসরিন বেগম, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হাসনাত ২০১৯ সালে যুক্তরাজ্যে গিয়েছিলেন। তবে কোভিড --১৯ মহামারির কারণে দেশে ফিরতে পারেননি।

১৯৭৭-১৯৮২ ও ১৯৯০ সালে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

আবুল হাসনাত বিএনপির স্থায়ী কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার ও হুসেইন মুহম্মদ এরশাদের মন্ত্রিসভায় তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

হাসনাত ১৯৯০ সালে জাতীয় পার্টিতে যোগ দেন ও দলের প্রার্থী হিসেবে উপনির্বাচনে ঢাকা-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯০ সালে এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি বিএনপিতে ফিরে আসেন।

About

Popular Links