Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিএনপি: ১০ ডিসেম্বর থেকে দেশ চালাবে খালেদা-তারেক

বিএনপি নেতা বলেন, দলীয় নেতৃত্বে দেশে কোনো নির্বাচন হবে না

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১২:৪৬ এএম

চলতি বছরের ১০ ডিসেম্বর থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতা আমানুল্লাহ আমান।

দলীয় নেতাকর্মীদের প্রতি ইঙ্গিত করে বিএনপি নেতা বলেন, “তৈরি হোন, নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। কাঁচপুর ব্রিজ, টঙ্গী ব্রিজ, মাওয়া রোড, আরিচা রোড, টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়াসহ পুরো বাংলাদেশ অবরুদ্ধ থাকবে।’’

শনিবার (৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দলের নেতা-কর্মীদের প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রয়োজনে আমরা শহীদ হব কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।’’

তিনি আরো বলেন, “এই সরকারকে অপসারণ নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব।’’

তিনি বলেন, “বর্তমান সরকার কোনো নির্বাচন ছাড়াই ক্ষমতায়। তারা অবৈধ সরকার।’’

তিনি বলেন, “জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় শেখ হাসিনার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।’’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানও বলেছেন, “বর্তমান সরকারের অধীনে নির্বাচন হলে দেশে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের পুনরাবৃত্তি ঘটবে।’’

তিনি বলেন, “এ ধরনের নির্বাচন ঠেকাতে বিভিন্ন রাজনৈতিক দল রাস্তায় নেমেছে।’’

হুঁশিয়ারি উচ্চারণ করে এই বিএনপি নেতা বলেন, “দলীয় নেতৃত্বে দেশে কোনো নির্বাচন হবে না।’’  

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল আরেক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “দুঃশাসনকে জয় করে বাংলাদেশ ও এর জনগণকে রক্ষা করার জন্য বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করাই একমাত্র বিকল্প।’’

তিনি বলেন, “আমাদের জন্য একটাই পথ বাকি। এই উপায়টি এই সরকারকে অপসারণ। কারণ সরকার ইতিমধ্যে প্রমাণ করেছে তারা বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে।’’

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জাতীয়তাবাদী ওলামা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

   

About

Popular Links

x