Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

ড. কামাল : সরকার একের পর এক সংবিধান ভঙ্গ করছে

এই সভায় গনফোরামের প্রার্থী ও প্রতিনিধিরা ৩০ ডিসেম্বর নির্বাচনের দিনে অনিয়ম, ভোট ডাকাতি ও এজেন্টদের মেরে কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনার তথ্য-প্রমাণ উপস্থাপন করেন।

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ০৫:০৮ পিএম

সরকার একের পর এক সংবিধান ভঙ্গ করছে এবং গুরুতর সংকট সৃষ্টি করছে। এতে সবাই উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

আজ শনিবার বিকেল ৪টায় শুরু হওয়া রাজধানীর তোপখানা রোডে শিশুকল্যাণ পরিষদে গণফোরামের বর্ধিত সভায় এসব কথা বলে ড. কামাল। 

এ সময় একাদশ জাতীয় সংসদে গণফোরামের নির্বাচিত প্রার্থিরা শপথ নেবে কি না-এমন প্রশ্নের উত্তরে ড. কামাল বলেন, 'সুনির্দিষ্ট আলোচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে এবং ঐক্যফ্রন্ট থাকবে আমরা আশা করি। কারণ, এই ফ্রন্ট থাকার কারণে সরকারকে চাপ প্রয়োগ করতে পারবে প্রশাসন ও জনগনের গনতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য।'

এই সভায় গনফোরামের প্রার্থী ও প্রতিনিধিরা ৩০ ডিসেম্বর নির্বাচনের দিনে অনিয়ম, ভোট ডাকাতি ও এজেন্টদের মেরে কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনার তথ্য-প্রমাণ উপস্থাপন করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন-গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মন্টু, নির্বাচিত প্রার্থী মুকাব্বির খান, সুব্রত চৌধুরি, সুলতান মনসুর প্রমুখ।

   

About

Popular Links

x