Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

ফখরুল-আব্বাসসহ নেতাকর্মীদের মুক্তির দাবি বিএনপির

বিএনপি নেতারা বলেন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলিশের নিয়ন্ত্রণে। সমাবেশে যারা এসেছেন তাদেরও পুলিশের হাতে হয়রানি করা হয়েছে

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ০৪:৫৭ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন বিএনপি নেতারা।

শনিবার (১০ ডিসেম্বর) ঢাকার গোলাপবাগ খেলার মাঠে  বিভাগীয় গণসমাবেশে এই দাবি জানান দলটির নেতারা।

বিএনপি নেতারা বলেন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলিশের নিয়ন্ত্রণে। সমাবেশে যারা এসেছেন তাদেরও পুলিশের হাতে হয়রানি করা হয়েছে।

শুক্রবার ভোর ৩টার দিকে ফখরুল ও আব্বাসকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। নয়াপল্টনে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে তাদের পরে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে বুধবার নয়াপল্টনে পুলিশ ও বিরোধী সমর্থকদের মধ্যে সহিংস সংঘর্ষে একজন নিহত ও প্রায় ২০ জন আহত হওয়ার ঘটনায় দলটির বেশ কয়েকজন সিনিয়র নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ৮ অক্টোবর বিএনপির সিনিয়র নেতা আমানউল্লাহ আমান বলেছিলেন, “দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হবে। আরও কয়েকজন শীর্ষ নেতা এই মতামতকে সমর্থন করেছেন।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জনসভায় ব্যক্তিগতভাবে বক্তব্য দেবেন বলেও ঘোষণা দেন তারা।

সমাবেশের দিন বিএনপির এমন “ঢাকা দখলের ইঙ্গিত”র পর সরকার কঠোর অবস্থানে চলে যায়।

About

Popular Links