Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

আওয়ামী লীগের সম্মেলনে বিএনপি নেতাদের আমন্ত্রণ

আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ০৩:৪১ পিএম

ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন বিএনপি নেতারা।

আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শুক্রবার ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেন।

আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান।

আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ।

সৈয়দ এমরান সালেহ আওয়ামী লীগের প্রতিনিধি দলের কাছে জানতে চান, “বিএনপি নেতারা যখন বেশির ভাগ কারাগারে থাকবেন তখন কীভাবে এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন?”

জবাবে সায়েম খান বলেন, “আমরা আমাদের দলের হয়ে এখানে এসেছি। আমরা আশা করি বিএনপির একটি প্রতিনিধি দল কাউন্সিলে যোগ দেবে।”

সালেহ বলেন, “দলীয় নেতৃত্ব বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।”

   

About

Popular Links

x