Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

প্রধানমন্ত্রীর সঙ্গে সপরিবারে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

আগামী নির্বাচনের আগে অনেক ছোট দল আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করছে, এরমধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে  কাদের সিদ্দিকীর সাক্ষাতের ছবি প্রকাশ পেল

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১০:৫২ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সপরিবার সাক্ষাৎ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

শুক্রবার (২৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তিনি সাক্ষাৎ করেন।

বঙ্গবন্ধুর স্নেহভাজন কাদের সিদ্দিকী একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নের নৌকা প্রতীকে সংসদ সদস্যও নির্বাচিত হন। 

তবে দলের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি দল থেকে বেরিয়ে ১৯৯৯ সালে কৃষক-শ্রমিক-জনতা লীগ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন।

২০১৮ সালে একাদশ জাতীয় নির্বাচনের আগে ঐক্যফ্রন্টের সাথে যোগ দেন কাদের সিদ্দিকী। বিএনপির নির্বাচনী প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন কিন্তু নির্বাচনে হেরে যান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাদের সিদ্দিকীর পরিবার/সংগৃহীত/ সংগৃহীত

আগামী নির্বাচনের আগে অনেক ছোট দল আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করছে। এর মধ্যে কাদের সিদ্দিকী ও প্রধানমন্ত্রীর ছবি প্রকাশ্যে এসেছে।

যোগাযোগ করা হলে শুক্রবার সন্ধ্যায় কাদের সিদ্দিক ঢাকা ট্রিবিউনকে বলেন, “এটি একটি পারিবারিক বৈঠক ছিল। আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার পরিবারের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। সেই কারণেই আজ (শুক্রবার) আমরা গণভবনে গিয়েছিলাম।”

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিষয়গুলো পরে আলোচনা করা হবে।”

   

About

Popular Links

x