কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ জুন) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর হবে ভোট গণনা। তারপর ফলাফল ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা।
ইতোমধ্যেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন কেন্দ্রে অবস্থান নিয়েছেন। ভোট গ্রহণ এলাকায় নিরাপত্তা জোরদার করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যারা নিয়োজিত রয়েছেন।
এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
নির্বাচনে, প্রতিটি ভোটার মোট তিনটি করে ভোট দেওয়ার সুযোগ পাবেন। একটি ভোট মেয়র নির্বাচন এবং অন্য দুটি ভোট কাউন্সিলর নির্বাচনের জন্য।