Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

রুমা ও আলীকদমে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

২৭ নভেম্বর দিবাগত রাত থেকে ২৮ নভেম্বর মধ্যরাত পর্যন্ত ওই দুই উপজেলায় পর্যটক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১০:৫৬ পিএম

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বান্দরবানের রুমা ও আলীকদম উপজেলায় পর্যটক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বান্দরবান জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য আগামী ২৭ নভেম্বর দিবাগত রাত থেকে ২৮ নভেম্বর মধ্যরাত পর্যন্ত ওই দুই উপজেলায় পর্যটক ভ্রমণের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

জেলা ম্যাজিষ্ট্রেট ইয়াসমিন পারভিন তিবরীজির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ নভেম্বর ২০০১ তারিখে ৩য় ধাপে জেলার আলীকদম ও রুমা উপজেলায় ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উক্ত ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করার নিমিত্তে আগামী ২৭ নভেম্বর দিবাগত রাত থেকে ২৮ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

About

Popular Links