Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

নারায়ণগঞ্জ সিটিতে আওয়ামী লীগের আস্থা আইভী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মনোনয়ন বোর্ডের সদস্য জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১২:২১ এএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোয়ন পেয়েছেন সেলিনা হায়াৎ আইভী।

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও দলের সংসদীয় বোর্ডের এক সভায় আইভীর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

মনোনয়ন বোর্ডের সদস্য জাহাঙ্গীর কবির নানক বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে দৈনিক প্রথম আলো।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী- আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ ডিসেম্বর পর্যন্ত এবং প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর।

About

Popular Links