Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

২২ ডিসেম্বর থেকে ৩২ জেলায় বিএনপির সমাবেশ

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০৬:৩৪ পিএম

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারকে বাধ্য করতে ২২ ডিসেম্বর থেকে ৩২ জেলায় সমাবেশ করতে যাচ্ছে বিএনপি।

বুধবার (১৫ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দল ও সহযোগী সংগঠনের যৌথসভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “আমাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আমরা জেলা পর্যায়ে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। কর্মসূচি ২২ ডিসেম্বর থেকে শুরু হবে এবং ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে।”

জনসভা সফল করতে সিনিয়র নেতাদের সমন্বয়ে বিভিন্ন টিমও গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

কর্মসূচির অংশ হিসেবে ২২, ২৪ ও ২৬ ডিসেম্বর প্রতিদিন ছয়টি সমাবেশ করবে বিএনপি এবং ২৮ ও ৩০ ডিসেম্বর প্রতিদিন সাতটি সমাবেশ করবে।

২২ ডিসেম্বর টাঙ্গাইলে সমাবেশে বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এইদিন টাঙ্গাইল, হবিগঞ্জ, যশোর, বগুড়া, দিনাজপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি জনসভা অনুষ্ঠিত হবে। 

এর আগে একই দাবিতে সারাদেশে মানববন্ধন, গণঅনশন, সমাবেশ ও ডিসি অফিসে স্মারকলিপি দিয়েছে বিএনপি।

   

About

Popular Links

x