গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪২৫টি কেন্দ্রের মধ্যে ২৫৭ টি কেন্দ্র থেকে পাওয়া সর্বশেষ বেরসকারী ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এগিয়ে রয়েছেন।
সরকারী দলের জাহাঙ্গীর আলম পেয়েছেন ২,৮৩,৪১৫ ভোট, এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দীন সরকার পেয়েছেন ১,৩০,৭৯১ ভোট।
কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আজ মঙ্গলবার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ১১ লাখ ৩৭ হাজার ভোটারের এ শহরে ৪২৫টি ভোট কেন্দ্রে মঙ্গলবার সকাল ৮টায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচন চলাকালীন সময়ে নয়টি ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করা হয়।