Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৫:৫০ পিএম

বিএনপি-জামায়াতের “সন্ত্রাস ও নৈরাজ্যের” প্রতিবাদে “শান্তি ও উন্নয়ন” সমাবেশ করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৪টায় ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ থেকে শুরু হয় মিছিল।

সমাবেশ শুরুর আগেই সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই সমাবেশ ও মিছিলের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এই প্রতিবেদন লেখার সময় অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

“শান্তি ও উন্নয়ন” সমাবেশে প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সমাবেশ শেষে সন্ধ্যা ৬টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে একটি শান্তি মিছিল শুরু হওয়ার কথা রয়েছে। মিছিলটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, শাহবাগ, এলিফ্যান্ট রোড, সিটি কলেজের রাস্তা হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে গিয়ে শেষ হবে।

বুধবার তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগের ঢাকা উত্তর মহানগর শাখা। এরপর একটি মিছিল মহাখালী পর্যন্ত যাবে। মিছিলটি সাতরাস্তা, তিব্বত, নাবিস্কো, মহাখালী বাস স্ট্যান্ড অতিক্রম করবে।

দুই দিনই মহানগরের বাইরে মিছিল করবে ঢাকা জেলা আওয়ামী লীগ।

সরকারের পদত্যাগের জন্য বিএনপির এক দফা আন্দোলনের প্রতিক্রিয়ায় এ কর্মসূচি পালন করা হবে।

   

About

Popular Links

x