Wednesday, June 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

নয়াপল্টন-সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বিএনপিকে গোলাপবাগে সমাবেশের পরামর্শ পুলিশের

এর আগে গত বছরের ১০ ডিসেম্বর গোলাপবাগে সমাবেশ করেছিল বিএনপি

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৪:৫৯ পিএম

ঢাকার নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে গোলাপবাগ মাঠে বিএনপিকে সমাবেশের পরামর্শ দিয়েছে পুলিশ।

পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার (২৭ জুলাই) এই সমাবেশ করার কথা বিএনপির। সমাবেশ থেকে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে আওয়ামী লীগ সরকারকে সময়সীমা বেঁধে দিতে পারে বিএনপি।

গত সোমবার ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়ে নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ আয়োজনের বিষয়টি জানায়। তবে পুলিশ সমাবেশস্থল নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয়নি।


আরও পড়ুন- জনগণ অতিষ্ঠ হয়ে গেলে রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা আসতে পারে


ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সংবাদমাধ্যমকে বলেন, ‘‘জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা বিএনপিকে গোলাপবাগে সমাবেশ করার পরামর্শ দিয়েছি।''

গত বছর ১০ ডিসেম্বর গোলাপবাগ মাঠে সমাবেশ করেছিল বিএনপি। সেবারও তারা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশটি করতে চেয়েছিল। সেবার পুলিশ বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য বলেছিল। কিন্তু বিএনপি তাতে রাজি হয়নি।

এবার বিএনপিই সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে সমাবেশের আগ্রহের কথা জানায়। এই যাত্রা পুলিশ তাদের সায়েদাবাদ বাস টার্মিনালের কাছে গোলাপবাগ মাঠে কর্মসূচি আয়োজনের পরামর্শ দিচ্ছে।

গোলাপবাগ মাঠে সমাবেশ আয়োজনে দলের সিদ্ধান্ত জানায়নি বিএনপি।

About

Popular Links