Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

বৃষ্টি উপেক্ষা করেই আওয়ামী লীগের সমাবেশে জনস্রোত

অন্যদিকে, নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি

আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০২:৪৮ পিএম

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। এদিকে, দুপুর না হতেই আকাশের মুখ ভার। টিপ টিপ করে নামছে বৃষ্টি।

এই বৃষ্টি উপেক্ষা করেই শুক্রবার (২৮ জুলাই) সমাবেশস্থলে জমায়তে হয়েছেন ক্ষমতাসীন দল এবং সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের উপস্থিতি অনুমিত ছিল।

সারা দেশ থেকে ক্ষমতাসীন দলের তিনটি যুব সংগঠনের সহস্র নেতাকর্মী শান্তি সমাবেশে যোগ দিতে ঢাকায় এসেছেন। বিকেল ৩টায় এই সমাবেশ শুরুর কথা রয়েছে।

সমাবেশের আনুষ্ঠানিকতার আগে মঞ্চে গাইছেন শিল্পীরা। তাদের সঙ্গে নেচে-গেয়ে ফুরফুরে মেজাজে আছেন তিন সংগঠনের নেতাকর্মীরা।

যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ঢাকা ট্রিবিউনকে জানান, সমাবেশে ইতোমধ্যে পাঁচ লাখ মানুষের সমাগম হয়েছে। ঢাকা এবং আশপাশের এলাকার সংসদ সদস্যরা কর্মী-সমর্থক নিয়ে এতে যোগ দিয়েছেন।

About

Popular Links