Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

তথ্যমন্ত্রী: নির্বাচন হবে সংবিধানের আলোকে

তিনি বলেন, বিএনপি একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি করছে, যা পাকিস্তানেও বিদ্যমান

আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৭:৩৫ পিএম

আগামী সাধারণ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে ও বর্তমান সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

শুক্রবার (২১ জুলাই) সকালে কুড়িগ্রাম সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, “বাংলাদেশের নির্বাচন হবে সংবিধানের আলোকে। বাংলাদেশের সংবিধানে নির্বাচনকালীন সরকারের প্রধান পূর্ববর্তী সরকারের প্রধান হবেন বলে উল্লেখ আছে। সুতরাং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারপ্রধান। বাংলাদেশে নির্বাচনের সময় সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না।”

তিনি বলেন, “ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, ফ্রান্স, জার্মানি এবং অন্যান্য গণতান্ত্রিক দেশে চলমান সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করে। মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে রাষ্ট্রপতি পদত্যাগ করেন না।”

তিনি আরও বলেন, “বিএনপি একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি করছে, যা পাকিস্তানেও বিদ্যমান।”

হাসান যোগ করেন, “আমার প্রশ্ন হল তারা (বিএনপি) কেন শুধু পাকিস্তানকে অনুসরণ করে? কয়েকদিন আগে মির্জা ফখরুল বলেছিলেন পাকিস্তান [শাসন] ভালো। তাই তারা পাকিস্তানকে অনুসরণ করবে এটাই স্বাভাবিক।”

   

About

Popular Links

x