Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

তিন দিনের কর্মসূচি জামায়াতের, ঢাকায় সমাবেশ ১ আগস্ট

প্রায় এক দশক পর গত ১০ জুন ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পুলিশের অনুমতি দিয়ে প্রকাশ্যে সমাবেশ করে জামায়াতে ইসলামী। আগামী ১ আগস্ট রাজধানীতে শান্তিপূর্ণ সমাবেশ করতে চায় দলটি

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৬:৫৫ পিএম

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনাসহ কয়েকটি দাবিতে আগামী ১ আগস্ট রাজধানীতে শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। একইসঙ্গে ২৮ জুলাই সকল মহানগরীতে, ৩০ জুলাই সকল জেলা সদরে মিছিল-সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।

সোমবার (২৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সভা-সমাবেশ করতে দেওয়া, জামায়াতের আমির শফিকুর রহমানসহ গ্রেপ্তার নেতা-কর্মী-আলেম-উলামাদের মুক্তির দাবিতে এই কর্মসূচি।

মজিবুর রহমান বলেন, “মাত্র ৫ মাস পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করায় কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে গোটা জাতি ঐক্যবদ্ধ। সরকার জনগণের দাবি বাস্তবায়নের পরিবর্তে ২০১৪ ও ২০১৮ স্টাইলে আবারো নির্বাচনের ষড়যন্ত্র করছে, সে লক্ষ্যে প্রশাসনকে ঢেলে সাজাচ্ছে।”

প্রায় এক দশক পর গত ১০ জুন ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পুলিশের অনুমতি দিয়ে প্রকাশ্যে সমাবেশ করে জামায়াতে ইসলামী।

সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আখন্দ, নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মুসা, সেক্রেটারি রেজাউল করীম ও ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

About

Popular Links