Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

কাদের: সুষ্ঠু নির্বাচন হলে ৭০% মানুষ নৌকায় ভোট দেবে

ওবায়দুল কাদের বলেন, মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে উদ্‌গ্রীব হয়ে আছেন

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৬:৪৩ পিএম

সুষ্ঠু নির্বাচন হলে ৭০% মানুষ নৌকায় ভোট দেবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “আগামী নির্বাচনে উন্নয়নের জয় হবে। মানুষ উন্নয়ন দেখছেন। মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবেন।”

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে রংপুরে মহাসমাবেশের মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, “শেখ হাসিনার আমলে দেশে যত উন্নয়ন হয়েছে, যত বিষোদ্‌গার ও অপপ্রচার করা হোক না কেন, শান্তিপূর্ণ নির্বাচন হলে ৭০% মানুষ নৌকায় ভোট দেবেন। মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে উদ্‌গ্রীব হয়ে আছেন।”

প্রায় সাড়ে চার বছর পর বুধবার রংপুর সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরকে ঘিরে পুরো রংপুরে উৎসবের আমেজ বিরাজ করছে।

আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা ছাড়াও সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে।

সর্বশেষ ২০১৮ সালের ২৩ ডিসেম্বর রংপুরের দুটি উপজেলায় নির্বাচনী জনসভা করেন শেখ হাসিনা।

About

Popular Links