Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

কমলাপুরে বিএনপির সমাবেশ চলছে

বিএনপির কমলাপুরের সমাবেশে মির্জা আব্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৩:৪০ পিএম

সরকার পতনের এক দফা দাবিকে কেন্দ্র করে গণসমাবেশে অংশ নিতে কমলাপুর স্টেডিয়াম এলাকায় জড়ো হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (১১ আগস্ট) গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশের জন্য স্টেডিয়াম সংলগ্ন একটি ট্রাকে মঞ্চ তৈরি করা হয়।

শুক্রবার বিকেল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা  সেখানে এসে স্লোগান দিচ্ছেন, সরকার পরিবর্তনের ডাক দিচ্ছেন।

একই দিনে ঢাকাজুড়ে পৃথক মিছিল-সমাবেশের সময়সূচী দিয়েছে বিএনপির সঙ্গে সম্পৃক্ত সমমনা দলগুলো।

এদিকে উত্তর বাড্ডায় সুবাস্তু টাওয়ারের সামনে থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিল শুরু হয়ে মালিবাগের আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হবে।

বিএনপির কমলাপুরের সমাবেশে মির্জা আব্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন গয়েশ্বর চন্দ্র রায় ও আবদুল মঈন খান।

 

About

Popular Links