চার দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপিরবেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চার দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বুধবার (১৬ আগস্ট) থেকে সরকারবিরোধী এসব কর্মসূচি পালন করবে দলটি।
মঙ্গলবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কর্মসূচির ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী, আগামী ১৬ আগস্ট খালেদার স্বাস্থ্যের উন্নতি কামনা করে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়ার আয়োজন করা হবে।
পরদিন ১৭ আগস্ট অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সারা দেশে লিফলেট বিতরণ করবেন বিএনপি নেতাকর্মীরা।
১৮ আগস্ট ঢাকাসহ প্রতিটি মহানগরে একযোগে সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করবে দলটি।
বিএনপির দাবি মেনে নিতে সরকারকে চাপ দিতে ১৯ আগস্ট মহানগর ও জেলা পর্যায়ে রোডমার্চ করা হবে।
রিজভী বলেন, “সাধারণ জনগণ সরকারের অকার্যকর শাসনব্যবস্থার প্রতি ক্রমশ হতাশ হয়ে পড়ছে।”
তিনি বলেন, “জনগণ এখন তাদের মৌলিক অধিকার আদায়ের উপায় হিসেবে বিএনপির আন্দোলনে অংশ নিতে প্রস্তুত ও ইচ্ছুক।”