Saturday, June 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

৩১ আগস্ট নয়, ১ সেপ্টেম্বর সমাবেশ করবে ছাত্রলীগ

জনদুর্ভোগ ও এইচএসসি পরীক্ষার্থীদের অসুবিধা এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১২:১৩ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পূর্বঘোষিত সমাবেশ ৩১ আগস্টের পরিবর্তে ১ সেপ্টেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত এবং জনদুর্ভোগ এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে ছাত্রলীগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ সেপ্টেম্বর বিকেল ৩টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশটি অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

   

About

Popular Links

x